Sunday, April 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদযশোরে জনযাত্রায় বাধা দেবার সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতার শামিল - বাসদ (মার্কসবাদী)

যশোরে জনযাত্রায় বাধা দেবার সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতার শামিল – বাসদ (মার্কসবাদী)

12832449_1682202735389659_9094431360004824733_n
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত সুন্দরবন অভিমুখী জনযাত্রা আজ ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় যশোর পৌঁছে মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই মিছিল-সমাবেশের অনুমতি  দেয়নি। সরকারের এই আচরণ চূড়ান্ত অগণতান্ত্রিক এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার শামিল। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি গণতান্ত্রিক আন্দোলনে এমন দমননীতি গ্রহণযোগ্য হতে পারে না। মিছিল-সমাবেশ করা দেশের সাধারণ মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার এই অধিকার লঙ্ঘন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসাথে সরকারের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানাই।”    
RELATED ARTICLES

আরও

Recent Comments