নারী-শিশু নির্যাতন, যাত্রার নামে অশ্লীলতা ও পর্ণো ওয়েব সাইট বন্ধের দাবি
নারী-শিশু নির্যাতন, অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, মাদক-জুয়া, পর্ণো ওয়েব সাইট বন্ধের দাবিতে ৯ জানুয়ারি ২০১৬ সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা সংগঠক নন্দিনী দাস, রীনা আক্তার প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে বক্তৃতা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু।
নেতৃবৃন্দ, নারী-শিশু নির্যাতন, অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, মাদক-জুয়া, পর্ণো ওয়েব সাইট বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দাবি করেন। সেই সাথে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় নীরব-কান্না, আহাজারি কিংবা নির্বিকার থাকা নয় নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও তরুণ-যুবকদের নৈতিক অবক্ষয় রোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পরে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করে।