Wednesday, January 8, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরোডমার্চে পুলিশি হামলার ধিক্কার জানিয়ে রংপুরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

রোডমার্চে পুলিশি হামলার ধিক্কার জানিয়ে রংপুরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

rangpur_humanchain_171015

বিদ্যুত উতপাদনের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নেই- এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার প্রেসক্লাব থেকে গণতানিন্ত্রক বামমোর্চার ১৬ – ১৮ অক্টোবর ঢাকা-রামপাল রোডমার্চ শুরু হয়। শান্তিপূর্ণ এই গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ প্রথম দিনই মানিকগন্জে জনসভার স্টেজ-মাইক ভাংচুর এবং রোডমার্চে অংশগ্রহণকারীদের উপর বর্বরোচিত হামলা চালায়। রোডমার্চের দ্বিতীয় দিনেও মাগুড়া ও ঝিনেদাতে লাঠি-হকিস্টিক-বন্দুকের বেয়নেট দিয়ে সর্বাত্মক আক্রমণ চালায় সরকারি বাহিনী। রোডমার্চে রাষ্ট্রিয় নির্লজ্জ হামলার ধিক্কার জানিয়ে ১৭ অক্টোবর রংপুরে গণতান্ত্রিক বামমোর্চা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি রংপুর জেলা সমন্বয়ক কমরেড তৌহিদুর রহমান, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সমাপাদক রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলার আহবায়ক প্রত্যয়ী মিজান।

নেতৃবৃন্দ,সুন্দরবন রক্ষায় সরকারের এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments