বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র উদ্যোগে ১৭ অক্টোবর বিকেল ৫টায় জাতীয় প্রেস কাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, নাঈমা খালেদ মনিকা, ডা. জয়দীপ ভট্টাচার্য।
সিলেট জেলা শাখার উদ্যোগে জিন্দাবাজার থেকে মিছিল শুরু করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, অনীক ধর, রুবাইয়াৎ আহমেদ, প্রসেনজিৎ রুদ্র।
গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে ১৭ অক্টোবর রংপুরে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, গণসংহতির রংপুর জেলার সমন্বয়ক তৌহিদুর রহমান, আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন ও প্রত্যয় জসীম। এদিন দিনাজপুরেও গণতান্ত্রিক বাম মোর্চা বিক্ষোভ প্রদর্শন করে।
১৮ অক্টোবর গণতান্ত্রিক বাম মোর্চা ময়মনসিংহ জেলা শাখার বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আশরাফ মিল্টন, জাকিয়া সুলতানা জ্যোতি ও হান্নান সরকার।
১৮ অক্টোবর বাসদ (মার্কসবাদী) গাজীপুর জেলা চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ করে। এখানে বক্তব্য রাখেন ফরিদা ইয়াসনিম নাইস ও শাহ জালাল।
২০ অক্টোবর বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখা বিক্ষোভ করেছে।
২০ অক্টোবর সন্ধ্যায় দিনাজপুরের খানসামায় বাসদ (মার্কসবাদী)-র বিক্ষোভে পুলিশ হামলা চালায়। হামলায় আহত হন আজিজার রহমান, সাজ্জাদ হোসেন আপেল ও রথীন রায়।