Saturday, December 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশিশু হত্যা, নারী নির্যাতন, মুক্ত চিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে মানববন্ধ

শিশু হত্যা, নারী নির্যাতন, মুক্ত চিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে মানববন্ধ

Gaibandha_130815

সারাদেশে একের পর এক শিশু হত্যা, নারী নির্যাতন, মুক্ত চিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে ১৩ আগষ্ট ২০১৫ বিভাগীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, শিশু কিশোর মেলা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে গাইবান্ধা ১নং রেলগেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীতে বক্তব্য রাখেন অভিভাবক আফরুজা বেগম লিলি, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, মাহবুব আলম মিলন, শিশু কিশোর মেরার সংগঠক আবু সায়েম শান্ত প্রমুখ। বক্তাগণ বলেন দেশে একের পর এক নির্মমভাবে শৈচাশিক নির্যাতন চালিয়ে শিশুদের হত্যা করা হচ্ছে, মুক্ত চিন্তা করার অপরাধে বলি হতে হচ্ছেএকদল পাষান্ডের হাতে। এই সব কর্মকান্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বক্তাগণ আরো বলেন একের পর এক বিচারহীনতার জন্য ও এইসব কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। অবক্ষয়ই পুজিবাদী ব্যবস্থায় মানুষের চিন্তা চেতনা ও অবক্ষয় হয়ে যাচ্ছে। ফলে সমাজের এই পচনের হাত থেকে নিজেকে সহ সবাইকে রক্ষা করতে হলে এই অবক্ষয়ই সমাজকে পাল্টানোর সংগ্রামকে বেগবান করতে হবে। বক্তাগন সারা দেশে শিশু ও নারী হত্যার বিচার মুক্তমনা মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত ও হত্যাকারী দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments