তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ২ মার্চ ২০১৫ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুন্দরবন ও বঙ্গোপসাগর রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবু জাফর আহমেদ, মানস নন্দী, বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকী, প্রকৌশলী কল্লোল মোস্তফা, আজিজুর রহমান, আব্দুস সাত্তার, এ্যাড. আব্দুস সালাম, রুহিন হোসেন প্রিন্স, নাসিরউদ্দিন নসু, মহিন উদ্দিন চৌধুরী লিটন ও সামসুল আলম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুন্দরবন ধ্বংসী এনটিপিসি ও ওরিয়ন এর বিদ্যুৎ প্রকল্প ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস ব্লক নিয়ে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তির প্রক্রিয়া বন্ধ করতে হবে। বক্তারা এশিয়া এনার্জি বহিষ্কার সহ ফুলবাড়ি ৬ দফা চুক্তিপূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি প্রক্রিয়া বন্ধ করে সুন্দরবন ও বঙ্গোপসাগরসহ সকল জাতীয় সম্পদ রক্ষার জন্য
সারাদেশে জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে কদমফোয়ারা হয়ে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।