Sunday, April 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদহাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবীতে বিক্ষোভ

হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবীতে বিক্ষোভ

Gaibandha_160515

ধান-ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত, সমুদ্রপথে মানব পাচার বন্ধ, নারী লাঞ্চনাকারীদের গ্রেফতার শাস্তিসহ গনতান্ত্রিক আন্দোলনে পুলিশী নির্যাতন, গুম-খুন বন্ধ করার দাবীতে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে শনিবার ১৬ মে ২০১৫ দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক নেতা মাহবুবুর রহমান খোকা, জাহেদুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন সরকা রকর্তক ধানেরমুল্য নির্ধারণ ও ক্রয় করার ঘোষণা প্রহসনে পরিনত হয়েছে। সরকার ধানের মুল্য নির্ধারণ করেছে ৮৮০/- টাকা অথচ কৃষক বিক্রি করছে ৪৫০ টাকা ৫০০ টাকা দরে। উৎপাদন খরচের চাইতে মনপ্রতি ৩০০ টাকা লোকসান দিয়ে কৃষক সর্বশান্ত হচ্ছে। তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারী উদ্যোগে ধান ক্রয়ের দাবী জানান। সেই সাথে ক্ষেতমুজদের জন্য বছরে নুন্যতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু সহ আর্মিরেটে রেশন সরবরাহের দাবী জানান। তারা সমুদ্রপথে বিভিন্ন দেশে মানুষ পাচারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বেকারত্বের সুযোগ নিয়ে অসহায় মানুষদের প্রতিদিন সমূদ্র পথে পাচার করে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। সরকার নির্বিকার সরকারের এহেন ভুমিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন অবিলম্বে মানব পাচার বন্ধ, পাচারকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং বেকার যুবকদের চাকুরী প্রদান করার দাবী জানান। নেতৃবৃন্দ সারাদেশে নারী লাঞ্চনাকারীদের গ্রেফতার, শাস্তি এবং গনতান্ত্রিক আন্দোলনে পুলিশী নির্যাতন, গুম-হত্যা বন্ধ করার জোর দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments