Saturday, December 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদ২৫ এপ্রিলের হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

২৫ এপ্রিলের হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন এক যুক্ত বিবৃতিতে তনুসহ সারা দেশে নারী-শিশু হত্যার বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল’১৬ প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা হরতালে সংহতি ও সমর্থন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সারাদেশে ভয়াবহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তারা রাজনৈতিক কিংবা প্রশাসনিক ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিটি বিবেকবান মানুষ নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চায়। দেশের নারীসমাজ ও জাতির সম্মান রক্ষার্থে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সারা দেশের নেতা কর্মীদের ২৫ এপ্রিলের হরতাল সফল করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয়।
RELATED ARTICLES

আরও

Recent Comments