একই সাথে নেতৃবৃন্দ, রায় প্রত্যাখান করে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলে ইমরান এইচ সরকারসহ অন্যান্যদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্ত্তী রিন্টুর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ১৯৬২ সালে প্রায় ঔপনিবেশিক শাসনামলে স্বৈরাচারী আইয়ুব খান প্রণীত কুখ্যাত শরীফ খান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শহীদদের স্মরনে শিক্ষা ভবন সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে সকাল ৮ টায় পুষ্পমাল্য অর্পণ করেন। আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী, অর্থ সম্পাদক মলয় সরকার, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার ও সহ-সভাপতি ইভা মজুমদার।
শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ ও সংকোচননীতির বিরুদ্ধে আগামী ২২ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য শিক্ষা কনভেনশন উপলক্ষে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ ও সংকোচননীতির চিত্র তুলে ধরে নির্মিত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছ্ েতার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে প্রদর্শিত হয় । সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন কনভেনশন সফল করারজন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান।