Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপ্রিপারেটরী স্কুলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রিপারেটরী স্কুলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

11287398_1607411612838670_194827381_n

মোহম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিশু নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভাইস প্রিন্সিপালের অব্যহতির আদেশ দ্রুত কার্যকর করা এবং শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশের দাবিতে ২২মে বিকেল ৪টায় নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে স্কুলের সামনে বিক্ষোভ মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে পরিচালিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি এড. সুলতানা আক্তার রুবি, অর্থ সম্পাদক তাসলিমা আক্তার, সদস্য নাঈমা খালেদ মনিকা,

বক্তারা বলেন, গত ৫ মে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ১ম শ্রেণী ও ৫ শ্রেণীর শিশুর উপর যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিভাবকরা কর্তৃপক্ষকে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে তারা অভিভাবকদের নানা ভাবে অপমান করে। পরবর্তীতে অভিভাবকদের অনড় অবস্থানের কারণে ঘটনার প্রায় ১৫ দিন পর তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে অপরাধীকে সনাক্ত করা হলেও কর্তৃপক্ষ অপরাধীকে আগেই ছুটি দিয়ে বাড়ি যেতে সহযোগীতা করেছে। তাছাড়া অভিভাবকদের বিচার চাওয়াকে বিশৃঙ্খলা বলে উল্লেখ করে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়েছে। তারা বলেছে অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রশ্ন তাহলে ৯ তারিখ কেন আপনারা ঘটনার তদন্ত করলেন না? কেন অপরাধী গোপালকে ১১ তারিখে ছুটি দেওয়া হল? এতে প্রমানিত হয় কর্তৃপক্ষ দোষীকে রক্ষা করার চেষ্টা করেছিল। স্কুলে শিক্ষার্থীদের যারা নিরাপত্তা দিবেন তারা যদি এই হেন ন্যাক্কারজনক আচরণ করেন তাহলে আমাদের শিশুদের ভবিষ্যত নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন হবো এটাই স্বাভাবিক। স্কুলের ইংলিশ র্ভাসনের ভাইস প্রিন্সিপাল যিনি অভিযোগ পাওয়ার পরও অভিভাবকদের বিভিন্নভাবে অপমান ও নাজেহাল করেছেন তার অব্যহতির আদেশ দ্রুত কার্যকর করতে হবে বলেও সমাবেশ থেকে দাবী জানানো হয়। কারণ এই ধরণের মনোভাব সম্পন্ন শিক্ষকরা স্কুলে থাকলে অপরাধের মাত্রা বাড়বে বই কমবে না। বক্তারা আরো বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীর উপর যৌন নিপীড়ণ বন্ধে হাইকোর্টের যে নীতিমালা তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুসহ সকল নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের নারীসমাজসহ সকল সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সারাদেশে আজ নারীর উপর যে অপমান অবমাননা চলছে তা প্রতিরোধ করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। সকলে মিলে একসাথে রুখে দাঁড়ালেই কেবল এই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই আসুন আমরা সকলে যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি

আগামী ২৩ মে সকাল ১১টায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে অভিভাবকদের সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সংহতি জানিয়েছে এবং গণতন্ত্রমনা সকল মানুষকে অংশগ্রহনের আহবান করছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments