Sunday, November 24, 2024
Homeছাত্র ফ্রন্টপিইসি, জেএসসি বাতিলের দাবিতে মানববন্ধন

পিইসি, জেএসসি বাতিলের দাবিতে মানববন্ধন

IMG_4661

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার উদ্যোগে ৮ মার্চ ২০১৬ বিকাল ৪ টায় জাতীয় প্রেক্লাবের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকের অশগ্রহনে অবিলম্বে পিইসি, জেএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের নগর শাখার সভাপতি নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক ফাতেমা সুলতানা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য্য, নগর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান মুনাকাত ও স্কুল সম্পাদক ছায়েদুল হক নিশান।

বক্তারা বলেন, পিইসি-জেএসসি পরীক্ষা চালু করে একদম স্কুল পর্যায় থেকে শিক্ষাব্যবসা শুরু হয়েছে । স্কুলে চালু করা হয়েছে বাধ্যতামূলক কোচিং। অব্যাহত পরীক্ষার চাপ সামাল দিতে শিশুদের গাইড বই ও কোচিংনির্ভর করে ফেলা হচ্ছে। শিক্ষা ব্যয় বেড়েছে কয়েকগুণ। কোচিং-গাইডবই আর পরীক্ষার চাপে শিশুদের আনন্দময় শৈশব কেড়ে নেয়া হচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজনের অভাবে শিশুরা ‘বনসাঁই’ হয়ে বড় হচ্ছে। মরে যাচ্ছে কোমল মন-অনুভূতি। আমাদের সমাজে একজন মানুষের অন্যের প্রতি দায়িত্বশীল-অনুভূতিবোধ সম্পন্ন হওয়া সর্বোপরি জ্ঞানে-বিজ্ঞানে বিকশিত হয়ে গড়ে উঠার সব আয়োজনগুলোই অবরুদ্ধ। আমাদের শিশুরাও এই পরিস্থিতির শিকার। উন্নত নীতি-নৈতিকতা আজ ব্যক্তিস্বার্থ-অসুস্থ প্রতিযোগিতার যাঁতাকলে পিষ্ঠ। পিইসি- জেএসসি পরীক্ষা এই শিশুদের গড়ে উঠার পিছনে আরেকটি বাধা।

বক্তারা অবিলম্বে শিশুর মানসিক বিকাশে এবং জনগণের হয়রানি থেকে বাঁচতে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান।

IMG_4653

RELATED ARTICLES

আরও

Recent Comments