Sunday, April 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদইপিজেডে ‘শ্রমিক কল্যাণ সমিতি’ নয়, পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন চাই

ইপিজেডে ‘শ্রমিক কল্যাণ সমিতি’ নয়, পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন চাই

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় আজ এক বিবৃতিতে ইপিজেড-এ সরকার ঘোষিত ‘শ্রমিক কল্যাণ সমিতি’ প্রত্যাখ্যান করে আইএলও কনভেনশন অনুযায়ী অবাধ ও পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি জানিয়েছেন। একইসাথে তারা অবিলম্বে বেপজা আইন সংশোধন করে ইপিজেডগুলোকে শ্রম আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, “এক দেশে দুই আইন চলতে পারে না। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার, এই প্রশ্নে কোন আপোষ মেনে নেয়া যায় না। গণতন্ত্রের দাবিদার সরকার শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে মালিকশ্রেণীর শোষণের শিকার করার প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। এই উদ্দেশ্যেই প্রস্তাবিত ‘শ্রমিক কল্যাণ সমিতি’ গঠন করে শ্রমিকদের সাথে প্রতারণার আয়োজন করা হচ্ছে।”

RELATED ARTICLES

আরও

Recent Comments