Wednesday, May 1, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদগণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে আন্দোলন গড়ে তুলুন -- শ্রমিক-কর্মচারী ফেডারেশন

গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে আন্দোলন গড়ে তুলুন — শ্রমিক-কর্মচারী ফেডারেশন

BSKFবাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যোগে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ জুলাই বিকেল ৪ টায় ২২/১ তোপখানা রোডের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ পরিবর্তন করা হয়। সংগঠনের মহানগর সংগঠক ফকরুদ্দিন কবির আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, মানস নন্দী, কল্যন দত্ত, রাজু আহম্মেদ ও রাজীব চক্রবর্ত্তী।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শ্রমজীবী মানুষের অবদানে। কৃষি-শিল্প-সেবা ক্ষেত্রে এদের শ্রমে-ঘামে জাতীয় উৎপাদন বেড়ে চলেছে। কিন্তু তাদের জীবন দুঃস্বপ্নে পরিণত। নিম্ম মজুরী, বেকারত্ব, ক্ষুধা, অভাব, ছাঁটাই, নির্যাতন তাদের নিত্যসঙ্গী। যতক্ষণ এই পুঁজিবাদী শোষণশূলক ব্যবস্থা বহাল আছে, ততক্ষন কাজের নিশ্চয়তা, ন্যায্য মজুরি অবাধ ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক শ্রম আইনের জন্য আমাদের লড়তে হবে। তবে শুধু মাত্র এই সংগ্রামেই শ্রমজীবী মানুষের মুক্তি আসবে না। পাশাপাশি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উচ্ছেদের করে শোষণহীন সমাজতন্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আপোষহীন বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে নেতৃবৃন্দ, ঈদের ১০ দিন আগে শ্রমিকদের বেতন ও বেতনের সমপরিমান বোনাস পরিশোধ নিশ্চিত করতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments