Sunday, April 28, 2024
Homeসাম্যবাদগাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ

SPB_08.08.14ঢাকা : গাজায় প্যালেস্টাইনী জনগণের উপর মার্কিন মদদপুষ্ট ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাসদ-এর উদ্যোগে ১২ জুলাই বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলসহ জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা কমরেড মানস নন্দী, ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান বায়তুল মোকাররম প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটা বানোয়াট ও মিথ্যা অভিযোগ তুলে ইজরায়েল গাজা উপত্যকায় ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের হামলা চালিয়েছে। বাস্তবে কিছু দিন পর পরই নানা ছুতা তুলে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েল প্যালেস্টাইনের উপর হামলা চালায়। অথচ স্বাধীন প্যালেস্টাইনের স্বীকৃতি এবং প্যালেস্টাইনিদের সার্বভৌমত্ব, তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে জাতিসংঘ, আরব লীগ এবং বিশ্ব সম্প্রদায় তেমন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এর পেছনের কারণ হল ইসরায়েলের প্রতি মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতা। সমাবেশ থেকে গাজার ওপর ইসরাইলি হামলা বন্ধে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ-সহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বাংলাদেশসহ বিশ্বের সাম্রাজ্যবাদ-বিরোধী, যুদ্ধবিরোধী, গণতন্ত্রকামী শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
SPB_Gaza_Rangpurরংপুর : বাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে ২২ জুলাই দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, ওবায়দুল্লাহ মুসা, আহসানুল হাবীব সাঈদ।
চট্টগ্রাম : ১৪ জুলাই বিকাল ৪.৩০টায় বাসদ চট্টগ্রাম জেলা শাখা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম জেলা সদস্য সচিব অপু দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শফিউদ্দিন কবির আবিদ, নিজাম উদ্দীন ও রফিকুল হাসান।
একইদিন বিকাল ৫.৩০টায় গণতান্ত্রিক বাম মোর্চা চট্টগ্রাম জেলা শাখা নিউ মার্কেট মোড়ে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের অপু দাশ গুপ্ত, গণসংহতি আন্দোলনের মো. রাসেল, বিশুময় দেব প্রমুখ।
১৯ জুলাই বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে শিশু কিশোর মেলা, বিজ্ঞান চর্চা কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সূর্যসেন পাঠাগার, ক্ষুদিরাম পাঠাগার, কাজী নজরুল পাঠাগার, পথিকৃৎ পাঠাগার (দেওয়ান বাজার), পথিকৃৎ পাঠাগার (পাঠানটুলি)-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সূর্যসেন পাঠাগারের সভাপতি অচ্যুতানন্দ লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, প্রগতিশীল চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. সুুশান্ত বড়–য়া, চ.বি. পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, বিজ্ঞান চর্চা কেন্দ্রের চট্টগ্রাম জেলার আহ্বায়ক জাহেদুন্নবী কনক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর মেজবাহ উদ্দীন, শিশু কিশোর মেলা-র মোহাম্মদ জাহেদ।
সিলেট : ১৪ জুলাই বিকেল ৪টায় জেলা বাসদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এড. হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, রেজাউর রহমান রানা।

লন্ডনে লক্ষ মানুষের বিক্ষোভে প্রবাসী বাসদ নেতা-কর্মীরা
লন্ডনে লক্ষ মানুষের বিক্ষোভে প্রবাসী বাসদ নেতা-কর্মীরা

হবিগঞ্জ : বাসদ হবিগঞ্জ জেলার উদ্যোগে ২০ জুলাই দুপুর ১২টায় স্থানীয় চৌধুরী বাজার খোয়াই মুখে মানববন্ধন সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা সংগঠক শফিকুল ইসলাম-এর সভাপতিতে এবং এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজের নেতা প্রণব দেব, ময়নুল আহমেদ, রেজাউল কবির, শচীন্দ্র কলেজের ফরহাদ আহমেদ রিহাদ, শিশির বৈষ্ণব, তৌহিদুল ইসলাম, রুহেল আহমেদ।
গাইবান্ধা : বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও শিশু কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১২ আগষ্ট দুপুর ১২টায় ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ নেতা আমিনুল ইসলাম, ছাত্র ফ্রন্ট নেতা পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন, নারীমুক্তি কেন্দ্রের সংগঠক শামিম আরা মিনা, শিশু কিশোর মেলার সংগঠক জেসমিন আক্তার প্রমুখ।
১৪ জুলাই দুপুর ১২টায় বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ১নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু।
২৬ জুলাই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে ১নং রেলগেটে ফিলিস্তিনির গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, শামীম আরা মিনা, পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ গাইবান্ধা জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম। বক্তাগণ অবিলম্বে আমেরিকার মদদপুষ্ট ইসরাইলী সা¤্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের আহবান জানান।
মীরসরাই : বাসদ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাসদ মিরসরাই উপজেলা শাখার সংগঠক আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্ট মিরসরাই কলেজ শাখার সভাপতি ইউনুস মিয়া শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজিজুর রহমান নিজামী, আনোয়ার হোসেন, শ্যামল কুমার দে, নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান পলাশ, রাজিব মজুমদার, মোহাম্মদ ইউসুফ, নাসির উদ্দিন, জাবেদ চৌধুরী প্রমুখ।sylet _gaza

RELATED ARTICLES

আরও

Recent Comments