Monday, May 6, 2024
Homeছাত্র ফ্রন্টচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ

CU_130515

লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৩ মে ২০১৫ মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

কনক আদিত্য তপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলে রাব্বী ও সদস্য তানজিল আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, “অনন্ত বিজয় দাসের হত্যাকান্ড আমাদের দেশের কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। গত আড়াই মাসেই অভিজিৎ রায় ও ওয়াসিকুর বাবুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হলেও সরকারপরাধীদের গ্রেফতারের কোন উদ্যোগ নেয়নি। সরকারের এই রহস্যজনক নীরবতা একের পর এক হত্যাকান্ডকে উৎসাহিত করছে। আজ কোথাও মানুষের নিরাপত্তা নেই। এ অবস্থা মুক্ত চিন্তার মানুষদের আরও বিপন্ন করছে। আজ রাষ্ট্র গণতান্ত্রিক চিন্তা ও সংস্কৃতি হত্যা করছে। তাই মৌলবাদী চিন্তার প্রসার ঘটছে অতীতের যে কোন সময়ের তুলনায় বেশী। বক্তারা সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের এ ইস্যুতে জোটবদ্ধ হয়ে পরবর্তী আন্দোলনের কর্মসুচীতে অংশগ্রহণের আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments