Tuesday, April 16, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার দাবিতে ঢাকা নগর ভবনের সামনে বিক্ষোভ

ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার দাবিতে ঢাকা নগর ভবনের সামনে বিক্ষোভ

বাসদ (মার্কসবাদী), ঢাকা নগর শাখার উদ্যোগে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ডেঙ্গু চিকুনগুনিয়ার চিকিৎসা নিয়ে ব্যবসা করার প্রতিবাদে ৩০ জুলাই ২০১৯ ঢাকা নগর ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংগঠনের ঢাকা নগর ইনচার্জ নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য আ ক ম জহিরুল ইসলাম, ঢাকা নগর নেতা রাজু আহমেদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর মার্চ মাসে এডিস মশা নিয়ে সতর্ক হওয়ার কথা জানালেও সিটি কর্পোরেশন মশক নিধনসহ অন্যান্য কোনো পদক্ষেপ নেয়নি। আবার যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে তখনও মেয়র সাঈদ খোকনের দায়িত্বহীন বক্তব্য জনগণের প্রতি নূন্যতম দায়বদ্ধতার প্রকাশ ঘটাইনি।

নেতৃবৃন্দ আরো বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে ব্যাপক বাণিজ্য হচ্ছে। ডেঙ্গু রোগ সনাক্তকরণে ২০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ওষুধের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এ সমস্ত ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নেতৃবৃন্দ অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা নগরকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান। একইসাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে পর্যাপ্ত চিকিৎসার আয়োজন নিশ্চিত করাসহ স্যালাইন ও ঔষধের সংকট নিরসন করে বিনামূল্যে ঔষধ সরবরাহ করার দাবি জানান। বেসরকারী হাসপাতালে চিকিৎসা বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments