Friday, December 27, 2024
Homeছাত্র ফ্রন্টব্লগার নিলয় হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মসূচী

ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মসূচী

SSF-press release_31.03.15-page-001ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যেগে ৯ আগস্ট বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যায় মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। নিলার্দ্রি চট্টোপাধ্যায়কে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে, এই ভাবে একের পর এক হত্যা খুনের ঘটনা ঘটছে কিন্তু সরকার ও প্রসাশন উদাসিন। পুলিশের নাকের ডগায় এসব হত্যা খুনের ঘটনা খোদ রাজধানীতে ঘটছে। সন্ত্রাসি ও সন্ত্রাসি-গোষ্ঠিদের গ্রেফতার না করা বা গ্রেফতার করে ছেড়ে দেওয় এবং অসংখ্য খুনের বিচার না হওয়া ও বিচার প্রক্রিয়াকে ঝুলিয়ে রেখে হত্যাকারীদের বাঁচানোর অপচেষ্টা, অপরাধের পথকে প্রসস্ততর করছে। প্রতিটি ব্লগার হত্যার ঘটনার পর কোন না কোন উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠি হত্যার দায় স্বীকার করছে কিন্তু সরকার কিছু লোক দেখানো তদন্ত কমিটি করে বা কিছু ব্যক্তিকে গ্রেফতার করে কার্যক্রম শেষ করছে। সরকার হুমায়ুন আজাদ হত্যা, রাজীব হায়দার, অভিজিত রায়, অনন্ত বিজয় দাস ওয়াশিকুর রহমান বাবুল সহ কোন হত্যারই রহস্য উদঘাটন ও বিচার করেনি। এ থেকে প্রমান হয় সরকার এসকল হত্যার বিচারে সদিচ্ছা নেই।
সমাজাতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে সকল স্তরের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক ও মুক্তমনা মানুষদের এই নারকীয় হত্যার বিরুদ্ধে আগামীকালের মিছিলে অংশ নেবার আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments