Thursday, May 2, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদরানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মিছিল-সমাবেশ

রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মিছিল-সমাবেশ

24 april - 2

রানা প্লাজা ধ্বসে নিহত ১১৩৪ জন গার্মেন্টস শ্রমিক স্মরণে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ ২৪ এপ্রিল সকাল ৯টায় সাভার রানা প্লাজার ধ্বংসস্তুপের সামনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের একটি মিছিল সাভার বাজার প্রদক্ষিণ করে এবং স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শ্রমিক হত্যার জন্য দায়ী ভবন মালিক, গার্মেন্টস মালিক ও সরকারি কর্মকর্তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে দুর্ঘটনায় ক্ষতিপূরণ আইন সংশোধন করে নিহত-আহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের বিধান করা, ২৪ এপ্রিল শোক দিবস ও গার্মেন্টস সেক্টরে ছুটি ঘোষণা, রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে স্থায়ী স্মৃতিসৌধ ও শ্রমিক কলোনী নির্মাণ, গার্মেন্টস সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও সর্বনিম্ন ১৬ হাজার টাকা মোট মজুরির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মাচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, ফখরুদ্দিন কবির আতিক, মশিউর রহমান খোকন, শাহ্ জালাল, রাজীব চক্রবর্ত্তী প্রমুখ।

24 april - 1

RELATED ARTICLES

আরও

Recent Comments