Saturday, November 23, 2024
Homeসাম্যবাদপিএসসি’র সংশোধনী জাতীয় স্বার্থবিরোধী

পিএসসি’র সংশোধনী জাতীয় স্বার্থবিরোধী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কনভেনশন প্রস’তি কমিটির আহ্বায়ক কমরেড মুবিনুল হায়দার চৌধুরি ৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে গভীর সমুদ্রের তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশী কোম্পানির সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য উৎপাদন অংশীদারিত্ব চুক্তি(পিএসসি) ২০১২-এর সংশোধনী মন্ত্রীসভায় অনুমোদনের সিদ্ধানেত্ম তীব্র নিন্দা ও ড়্গোভ জানান এবং অবিলম্বে এ সিদ্ধানত্ম প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “গ্যাস-কয়লাসহ খনিজ সম্পদ নিয়ে জনস্বার্থবিরোধী পিএসসি বাতিলের দীর্ঘদিনের গণদাবিকে উপেড়্গা করে নতুনভাবে গ্যাসের ইউনিট প্রতি মূল্য ১ ডলার বৃদ্ধি, ৩০% কর্পোরেট ট্যাক্স প্রত্যাহার, কোম্পানির কস্ট রিকভারি হিসেবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫৫% থেকে ৭০%-এ বৃদ্ধি, কোম্পানির পাওনা গ্যাসের ৫০% তৃতীয় পড়্গের কাছে সরাসরি বিক্রির সুযোগ প্রদানসহ এ সংশোধনী অনুমোদন কার্যত সাম্রাজ্যবাদী স্বার্থের কাছে নির্লজ্জ আত্মসমর্পণের সামিল। এ সিদ্ধানত্ম আবারো প্রমাণ করলো যে, বুর্জোয়া শাসকশ্রেণীর যে দলই ড়্গমতায় থাকুক না কেন, এদের হাতে জাতীয় স্বার্থ কখনই নিরাপদ হতে পারে না।”

RELATED ARTICLES

আরও

Recent Comments