Monday, April 29, 2024
Homeছাত্র ফ্রন্টজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন বিরোধী আন্দোলনের বিজয়ে অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন বিরোধী আন্দোলনের বিজয়ে অভিনন্দন

SSF-press release_31.03.15-page-001সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু ২৩ মে ২০১৫ এক যুক্ত বিবৃতিতে পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছণার প্রতিবাদে ‘নিপিড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে’ গড়ে ওঠা আন্দোলনের বিজয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। টানা ৩৯ দিনের এই আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ প্রগতিশীল ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা গুরুত্ব পূর্ণভূমিকা পালন করে। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নিপিড়ক নিশাত ইমতিয়াজ, নাফিজ ইমতিয়াজ,নূরুল কবির,আব্দুর রহমান ও রাকিবকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার করতে বাধ্য হয়েছে। নেতৃবৃন্দ, সারা দেশে অব্যাহত নারী নির্যতনের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments