Friday, May 3, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদপার্বত্য চট্টগ্রামে জারি করা সকল অগণতান্ত্রিক বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি

পার্বত্য চট্টগ্রামে জারি করা সকল অগণতান্ত্রিক বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি

228847_192465477484494_7010605_nবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে দেশি-বিদেশি নাগরিকদের সভা করা ও কথা বলা, বিদেশিদের ভ্রমণ ও চলাফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ, আদিবাসী পুলিশ ও আনসার সদস্যদের অন্যত্র বদলির বিষয়সহ বিভিন্ন বিষয়ে জারি করা নির্দেশনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিগত ৪ দশক ধরে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান নিপীড়ন ও বৈষম্যের পরিস্থিতি অবসানে পাহাড়ি জনগোষ্ঠীসহ দেশের গণতান্ত্রিক শক্তি যখন সোচ্চার তখন একে উপেক্ষা করে এ ধরনের পদক্ষেপ সরকারের চূড়ান্ত অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ। এটা পাহাড়ি-বাঙালি নির্বিশেষে দেশবাসীর স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ। এর উদ্দেশ্য পাহাড়ি জনগণকে দেশের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে সাম্প্রদায়িক প্রচারণার মাধ্যমে পার্বত্য অঞ্চলে দমনমূলক সেনাশাসন আরো সুদৃঢ় করা।’

তিনি পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যার সমাধান, সেনা ক্যাম্প প্রত্যাহার, সকল হত্যাকা- ও নির্যাতনের ঘটনার বিচার, সাম্প্রদায়িক উসকানি বন্ধসহ পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের দাবিতে সকল গণতান্ত্রিক শক্তিসহ শোষিত জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সাম্যবাদ ফেব্রুয়ারি ২০১৫

RELATED ARTICLES

আরও

Recent Comments