Saturday, April 27, 2024
Homeছাত্র ফ্রন্টসিলেটে বিপ্লবী ক্ষুদিরামের ১০৭তম ফাঁসি দিবস উদযাপন

সিলেটে বিপ্লবী ক্ষুদিরামের ১০৭তম ফাঁসি দিবস উদযাপন

Untitled-1 copy-2
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের ১০৭তম ফাঁসি দিবস উদযাপন করলো শিশু কিশোর মেলা। ১১ আগষ্ট ২০১৫ সকাল থেকে ক্ষুদিরামের ছবি সম্বলিত ব্যাজ পরার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। সকল সংগঠকেরা নিজেরা ব্যাজ পরেছেন এবং অভিভাবকেরা উৎসাহের সাথে ব্যাজ পরেছেন। এরপর সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে ছাত্রদের নির্মিত ক্ষুদিরাম স্মরণে দেয়ালিকা উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক।

বিকালে ৪টায় সংগঠনের রাজা ম্যানশনস্থ কার্য্যালয়ে শতাধিক স্কুল ছাত্র জমায়েত হয় ক্ষুদিরামের ছবিতে শ্রদ্ধা জানানোর জন্য। “একবার বিদায় দে মা ঘুরে আসি , হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী” এ গান গেয়ে শোনান চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক প্রসেনজিৎ রুদ্র। ক্ষুদিরামের জীবনী নিয়ে আলোচনা পিনপতন নীরবতায় স্কুল ছাত্ররা শুনে। অনেকেই বলেন এ যুগের ছাত্রদের বড় মানুষের জীবনী টানেনা, তা ভুল প্রমান করেছে শিশু কিশোর মেলা। যথার্থভাবে তুলে ধরতে পারলে বড় মানুষ হওয়ার আকাঙ্খা তাদের মধ্যে গড়ে তোলা সম্ভব। রাজন, রাকিব, রবিউলের মৃত্যুর মিছিলে সবাই যখন আশাহত ক্ষুদিরামের জীবন থেকে শিক্ষা নিয়ে পথ দেখানোর অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এ দিবসের আয়োজন।

RELATED ARTICLES

আরও

Recent Comments